ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগানদের উড়িয়ে দিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

মাজনুন হোসেন, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
আফগানদের উড়িয়ে দিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল লড়াই শুরুর সময় ঘনিয়ে আসছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মোকাবিলা করবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আফগানিস্তানকে।

রোববার বিকেল সাড়ে তিনটায় মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার এই দু’দল।

আফগানরা সম্প্রতি এশিয়া কাপে টাইগারদের হারানোর পর মানসিকভাবে অনেক চাঙ্গা। প্রস্তুতি পর্বে নেদারল্যান্ডসকেও হারিয়েছে তারা।  

অপরদিকে প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ডকে হারিয়ে ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় বাংলাদেশ।

টাইগারদের জন্য এ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এ পর্ব থেকে কেবল গ্রুপের শীর্ষ দলই সুপার টেন পর্বে খেলার সুযোগ ‍পাবে।

প্রথম পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরো রয়েছে প্রস্তুতি ম্যাচে প্রথম পর্বের অপর জায়ান্ট জিম্বাবুয়েকে হারানো হংকং। এ গ্রুপে আরো আছে হিমালয়কন্যা নেপাল। তবে আফগানিস্তানকেই প্রথব পর্বের বড় বাধা বলে বিবেচনা করা হচ্ছে।

২০০৬ সালের নভেম্বরে অভিষেকের পর ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। আর তাদের চার বছর পর ক্ষুদ্রতম সংস্করণে খেলা শুরু করেছে আফগানরা। এরই মধ্যে ২২টি ম্যাচ খেলে ফেলেছে, যার পাঁচটি টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে। তাদের মোট জয় ১১টি। আর বাংলাদেশ জিতেছে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে আফগানদের সব জয়ই আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।

সাকিব-মুশফিকরা তাই মানসিকভাবে অনেকটাই এগিয়ে। এ পর্যন্ত অনুষ্ঠিত ৪ টি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সব ক’টিতে খেলেছে বাংলাদেশ। ৫ম আসরে তাই ‍আগের অভিজ্ঞতা কাজ লাগবে টাইগারদের। বিপরীতে আফগানিস্তানের তৃতীয় বারের মতো অংশ নিচ্ছে টি-টোয়েন্টির বিশ্ব আসরে।

১১ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটি। তবে চার ম্যাচ খেলেও জয়ের দেখা পায় নি আফগানরা।

এশিয়া কাপে অপ্রত্যাশিত পরাজয়ের পর টাইগারদের জন্য এ ম্যাচ একদিকে যেমন সুপার টেনে ওঠার লড়াই, তেমনি প্রতিশোধেরও বটে। আগফানদের উড়িয়েই সুপার টেনে যেতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ১৬ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।