ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডার্কওয়ার্থ লুইসে হেরে গেল আরব আমিরাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
ডার্কওয়ার্থ লুইসে হেরে গেল আরব আমিরাত

সিলেট স্টেডিয়াম থেকে: বিশ্বকাপের অষ্টম ম্যাচে বি গ্রুপের খেলায় আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ১২৪ রানের টার্গেটে আয়ারল্যান্ড ১৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ১০৩ রান।


 
সংযুক্ত আরব আমিরাত: ১২৩/৬ (২০ ওভার)
আয়ারল্যান্ড: ১০৩/৩ (১৪.২ ওভার)
ফল: আয়ারল্যান্ড ২১ রানে জয়ী (ডা/লু)

বৃষ্টির সৌজন্যে ডার্কওয়ার্থ লুইস নিয়মে ২১ রানের জয় পায় আয়ারল্যান্ড। ব্যাটিং ক্রিজে ৩৩ রানে অপরাজিত ছিলেন উইলিয়াম পোর্টারফিল্ড।

এর আগে টস জিতে প্রথমে আয়ারল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে সংযুক্ত আরব আমিরাত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে। দলের হয়ে দুই ছয়ে সর্বোচ্চ ৩০(২৮) রান আসে সাইমান আনোয়ারের ব্যাট থেকে। ওপেনার আমজাদ আলী করেন ২০ রান। আয়ারল্যান্ডের হয়ে কেভিন ওব্রাইন ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া পল স্ট্রীরলিং ৩ ওভারে ১২ রান দিয়ে দুটি উইকেট নেন।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টিরলিং, এড জয়েস, গেরী উইলসন, অ্যান্ড্রি পয়েন্টার, কেভিন ওব্রেইন, স্টুয়ার্ট থমসন, ম্যাক্স সরেনসন, এলেক্স কুসাক, জর্জ ডকরেল ও টিম মুরতাগ।

আরব আমিরাত দল: আমজাদ আলী, ফাইজান আসিফ, খুররম খান, স্বপ্নীল পাতিল, সাইমান আনোয়ার, রোহান মোস্তফা, ভিকরান্ত শেঠী, আমজাদ জাভেদ, আহমেদ রাজা, কামরান শাহজাদ ও শরীফ আসাদ্দুল্লাহ।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘন্টা, ১৯ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।