ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি

স্বস্তিতে থাকতে চায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াও

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৪
স্বস্তিতে থাকতে চায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াও

সিলেট থেকে: টানা চতুর্থ সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে দুবারের রানার্সআপ নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ অবস্থানে সুজি বেটসের দল।

এক ম্যাচ হাতে রেখে শেষ চার নিশ্চিত করতে বৃহস্পতিবার তারা মোকাবিলা করবে পাকিস্তানকে। এ গ্রুপের অন্য ম্যাচে একটি জয় পাওয়া অসিরা নতুন দল আয়ারল্যান্ডকে হারিয়ে স্বস্তিতে থাকতে চায়।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে নিজেদের গ্রুপের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আইরিশদের। সাড়ে তিনটায় মাঠে নামবে দুদল। সর্বশেষ ম্যাচে এলিসে পেরি জ্বলে উঠেছিলেন। আর ছয় উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় পেয়েছিল গত দুবারের চ্যাম্পিয়নরা।

হ্যাটট্রিক শিরোপা পাওয়ার দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে চান মিগনন ডু প্রিজ,‘আমরা হ্যাটট্রিক শিরোপা পেতে আশাবাদী। নিজেদের এই লড়াইয়ে টিকিয়ে রাখতে চাই। সেজন্য ভালো একটা জয় পেতে চাই পরের ম্যাচে। ’

এদিকে টানা দুই ম্যাচ জয়ের পরও আত্মতৃপ্তিতে ভুগতে চান না সুজি। আইরিশদের বিপক্ষে ফিল্ডিংয়ে বেশ হালকা মেজাকে খেলেছে তার দল। এর পুনরাবৃত্তি যেন না ঘটে সেই আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিপক্ষ পাকিস্তানকে হালকাভাবে দেখছেন না। দলকে নিয়ে শুরু থেকেই ঝাপিয়ে পড়তে চান ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ২৬ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।