ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্পিনাররা মূল শক্তি: হ্যাডিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৪
স্পিনাররা মূল শক্তি: হ্যাডিন

মিরপুর থেকে: পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে হেরে সুপার টেনে খানিকটা পিছিয়ে অসিরা। অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়েছে পাকরা।

আর অপরদিকে স্বাগতিক দলকে ৭৩ রানে হারিয়ে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে তিনটায় মিরপুরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ক্যারিবিয়রা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়া দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হ্যাডিন। দলের মূল শক্তি স্পিনারদের মানছেন তিনি। ‘ আমি মনে করি ছোট ফরমেটে স্পিনাররা অনেক বিপদজনক। এ ধরনের খেলায় স্পিনাররা অনেক প্রভাব বিস্তার করেন। স্পিনাররা আমাদের দলের মূল শক্তি। ’

গেইলকে নিয়ে চিন্তিত নন তিনি। ‘আমরা অনেকদিন যাবত টি-টোয়েন্টি খেলছি। আর ওদের দলে ক্রিস গেইলের মতো কঠিন ব্যাটসম্যান রয়েছে। আমাদের দলেও শেন ওয়াটসন ফর্মে আছেন। আমরা তাদের দ্রুত আউট করতে চাই। ’

‘আমরা এখন দলে নতুন কোন পরিবর্তন আনতে চাই না। আমরা স্পিনের দিক থেকে যথেষ্ট শক্তিশালী। কাল আমাদের যা করা দরকার আমরা তাই করবো। ’
শুক্রবারের ম্যাচ ছাড়া নিজেদের দ্বিতীয় কোন সুযোগ নেই মনে করেন তিনি। ‘কিছুটা তো চাপে থাকবো। আপনি দেখেন আমরা কোথায় আছি। আমাদের কাছে দ্বিতীয় কোন সুযোগ নেই। আমরা ম্যাচটি জিততে চাই এবং তাদের চাপে রাখতে চাই। আমরা শেষ চার মাস ভালো করেছি। যেহেতু কোন কারণ নেই তাই আমরা পারবো?’

ওয়েস্ট ইন্ডিজের স্পিন হুমকি কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘না। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ফরমেটে ভালো দল। তারা গতবারের চ্যাম্পিয়ন। কিন্তু আমরাও জানি কি ভাবে ছোট ফরমেটে ভালো করতে হয়। আমি মনে করি এই উইকেট উভয়ের জন্যে সমান। তারাও জানে কিভাবে ভালো করতে হবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২৭ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।