ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
বোলিংয়ে বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। দলটির পক্ষে ওপেনিং করছেন কামরান আমল ও আহমদ শেহজাদ।

 

বাংলাদেশের পক্ষে প্রথম ওভারের বল হাতে নিয়েছেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি মর্তুজা।

 

এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

 

জয়ের লক্ষ্যে টাইগার দলের হয়ে খেলছেন-তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, মাশরাফি বিন মর্তুজা, আবদুর রাজ্জাক ও আল আমিন হোসেন।

 

টাইগার দলে গত ম্যাচে খেলা সোহাগ গাজীর পরিবর্তে এ ম্যাচে খেলছেন আবদুর রাজ্জাক।

 

আর পাকিস্তান দলে রয়েছেন- কামরান আকমল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।

 

পাকিস্তান দলেও রয়েছে একটি পরিবর্তন। বিলাওয়াল ভাট্টির জায়গায় এ ম্যাচে খেলছেন সোহেল তানভীর।

 

ক্রিকেটের ধুমধাড়াক্কা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৭তম খেলতে নেমেছে টাইগার ও পাকিস্তান দল।

 

এর আগে, সুপার টেনের দু’টি খেলায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৭৩ রানে এবং ভারতের সঙ্গে ৮ উইকেটে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়। তবে, ভারতের সঙ্গে ৭ উইকেটে হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ১৬ রানে জয় পায় পাকিস্তান।

 

সে হিসেবে টাইগারদের নিজেদের চেনানোর এ লড়াইয়ের সঙ্গে সেমিতে স্থান পাওয়ার লক্ষ্যে খেলছে পাকিস্তান। অতএব, বলাই যাচ্ছে রোববার মিরপুরের গ্যালারি প্রত্যক্ষ করবে টাইগার-পাকিস্তান জমজমাট লড়াই।

 

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
** নিজেদের খুঁজে পাওয়ার দিন টাইগারদের
**
বিকেলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা


বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।