ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমালোচকদের এই ক্রেডিট দিবো: শেহজাদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
সমালোচকদের এই ক্রেডিট দিবো: শেহজাদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: সুপার টেনে একটি ম্যাচও জয় পেলো না বাংলাদেশ। আর তিনটির মধ্যে দুটিতে জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান।

রোববারের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে মোহাম্মদ হাফিজ বাহিনী। পাকিস্তান তিন ম্যাচে দু’টি জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজের সমান রয়েছে।

এ দিন সবচেয়ে খারাপ বোলিং করেছে পেসার মাশরাফি বিন মুর্তজা। চার ওভারে সর্বাধিক ৬৩ রান দিয়েছেন। আর পাক ব্যাটসম্যানদের পক্ষে প্রথম শতক করেন আহমেদ শেহজাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তিনি। শতক পেয়ে তিনি বেজায় খুশি । তিনি বলেন,‘আমি খুব খুশি। কারণ সম্পূর্ণ ম্যাচ খেলে আমি শতক পেয়েছি। এ ফরমেটে প্রথম কোন পাকিস্তানি খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি পেয়েছি আলহামদুলিল্লাহ খুশি লাগছে। ’

অধিনায়কের কথায় তিনি উইকেটে টিকে ছিলেন ও নিজের পরিকল্পনাকে শতভাগ কাজে লাগিয়েছেন। ‘এটা সত্যি যে শেষ দুই ম্যাচে আমি অনেক কিছু শুনেছি। ক্রিকেটে এটা হতে পারে। আজ সঠিকটা করার চেষ্টা করেছি। আমি আমার নিজস্ব রূপে ফিরেছি। অধিনায়ক বলেছিলেন সময় নেয়ার জন্যে। আমার নিজের ব্যাটিংয়ের জন্যে আমর নিজস্ব পরিকল্পনা ছিলো। ’

হারারেতে যে সুযোগ হাতছাড়া হয়েছে সেটার কারণে দুঃখ পেলেও আজ তা পুষিয়ে নিয়েছেন তিনি। ‘ওই সময় এরকম ইনিংস হওয়ায় অনেক খুশি ছিলাম। সেটা হাতছাড়া হয়েছে খুব খারাপ লাগছিলো। কিন্তু আমার মনে হয়েছিলো যেহেতু আমি এতো দূর আসতে পেরেছি, আমি এরচেয়ে আরো ভালো করতে পারবো। আজ ৭০ রান করার পর সোয়েব মালিক আমার সঙ্গে খেলছিলেন। সে আমাকে বলেছেন তুমি আরামছে শতক করতে পারবা। অধিনায়কের নির্দেষনা ছিলো আপনি ২০ ওভার খেলবেন। এবং বাকি সবাইকে আপনার সঙ্গে নিয়ে খেলবেন। বোলাররা অনেক পরিকল্পনা করেন। সব বল এক রকম হয় না। সেক্ষেত্রে ব্যাটসম্যানকেও পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে হয়। ’

বাংলাদেশী বোলাদের প্রসংশায় তিনি বলেন,‘আমরা চেষ্টা করেছি বাংলাদেশের স্পিনারদের সময় যেভাবেই রান নেয়া যায়। আমাদের পরিকল্পনা ছিলো, প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের বোলিং ভালো হবে। সে অনুযায়ী ব্যাট চালিয়েছি। আর সোয়েব ভাই আমার পাশে ছিলেন রান নেয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন। শতক করার ক্ষেত্রে তিনিও ভালো সহায়তা করেছেন। ’

তার এই সাফল্য তিনি সমালোচকদের দিতে চান। ‘এই ক্রেডিট আমি ঔ সকল লোকদের দিবো যারা আমাকে নিয়ে সমালোচনা করেন। যারা আমার প্রসংশা করে। যারা ভালো ও খারাপ সবকিছু বলে থাকেন। এটা তাদের জন্যে একটি উপহার। ’

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।