ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৪
সেমিফাইনালে ইংল্যান্ডের মেয়েরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: চার ম্যাচে তৃতীয় জয় নিয়ে বি গ্রুপ থেকে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ বল বাকি থাকতে সাত উইকেটের জয় পায় চার্লত্তে এডওয়ার্ডসের দল।

এক ম্যাচ কম খেলে সমান ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে তাদের সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা: ৮৫/৯ (২০ ওভার)
ইংল্যান্ড: ৮৬/৩ (১৬ ওভার)
ফল: ইংল্যান্ড জয়ী ৭ উইকেটে

মাত্র ৮৫ রানের লক্ষ্যে নেমে সহজ জয়ই পেয়েছে গতবারের রানারআপরা। এর আগে ওপেনার সারাহ টেলর ৩৪ বলে চারটি চারে ৩৬ রানে আউট হন। ১৭ রান আসে অধিনায়ক চার্লত্তের ব্যাট থেকে। হিদার নাইট দলের স্কোর সমতায় রেখে ২১ রানে আউট হন।

লিডিয়া গ্রিনওয়ে ৮ রানে অপরাজিত ছিলেন। ম্যাচজয়ী শটটি খেলেন নাতালি শিভার।

দুটি ইংলিশ উইকেট পেয়েছেন লঙ্কান অধিনায়ক শশীকলা শ্রীবর্দনে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই আনিয়া শ্রুবসোলের কাছে উইকেট হারায় শ্রীলঙ্কার মেয়েরা। পরের ব্যাটাররাও যাওয়া আসার মিছিলে যোগ দেয়। তবে অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের অপরাজিত ইনিংসের সুবাদে নয় উইকেটে ৮৫ রান করে তারা।

৩০ রানে ৫ উইকেট হারানোর পর শশীকলা ও শ্রীপালি বীরাক্কোডির ২৫ রানই ছিল সেরা জুটি।

৪৩ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন শ্রীবর্দনে। দুটি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংস।

শ্রুবসোল তিনটি উইকেট দখলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন। দুটি করে পান রেবেকা গ্রুন্ডি ও জেনি গুন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ৩০ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।