ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেরাথের ঘূর্ণিতে ছিটকে পড়লো ব্ল্যাক ক্যাপরা

আবদুল্লাহ আল মামুন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
হেরাথের ঘূর্ণিতে ছিটকে পড়লো ব্ল্যাক ক্যাপরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণ বড়ই অদ্ভুত। অনিশ্চিতও বলা যায়।

মাত্র  ১২০ রান। টি-টোয়েন্টি’তে এ আর এমন কি? কিন্তু ব্ল্যাক ক্যাপরা এ রানও টপকাতে পারেনি। লংকান বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথই টপকাতে দেয়নি বললে সঠিক হবে। তার ঘূর্ণি জাদুতেই কুপোকাত হলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। তার বোলিং পরিসংখ্যানটা দেখলে অবাকই হবেন। অবিশ্বাস্য তো বটেই । ৩.৩-২-৩-৫! অর্থাৎ ৩.৩ ওভারে তিন রানে ৫উইকেট ও দু’ওভার মেডেন।

ম্যাচ শেষে নিউজিল্যান্ড ব্রেন্ডন ম্যাককালাম বললেন,‘আমরা ভেবেছিলাম উইকেট শিশিরে ভিজে যাবে। লংকান স্পিনাররা তেমন সুবিধা করতে পারবেনা। কিন্তু উইকেট ছিল শুষ্ক। ফলে হেরাথ ও সেনানায়েকে ভালো সুবিধা পেয়েছে। তারা শেষ ১০ রানে আমাদের আট উইকেট তুলে নিয়েছে। ’

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সুচনা করেছিল লংকানরা। পরের ম্যাচে ডাচদের ৩৯ রানে ঘুটিয়ে দিয়ে সেমি ফাইনালের দিকে একধাপ এগিয়ে যায়। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে সেমি ফাইনালও অনিশ্চিত হয়ে পড়েছিল টি-২০ র‌্যাঙ্কিয়ের শীর্ষ এ দলটির।   কিন্তু সোমবার ব্ল্যাক ক্যাপদের সঙ্গে বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি হাসলেন লংকানরাই। রঙ্গনা হেরাথই এ জয়ের নায়ক। ম্যাচ সেরাও তিনি।

ম্যাচ শেষে রঙ্গনা হেরাথ বলেন,‘আমি ভাবলাম জয়ের জন্য আমাদের তাড়াতাড়ি উইকেট তুলে নিতে হবে। এরপর আমি ঠিক জায়গায় বল ফেলছিলাম। সুভাগ্যক্রমে আজকে শিশিরও ছিল না। মালিঙ্গা বললো যা করার আজকেই করতে হবে। আমি তাই করলাম। ’

ম্যাচ শেষে লংকান অধিনায়ক লাসিথ মালিঙ্গা বলেন,‘স্পিনারদের উপর আমার বিশ্বাস ছিল। হেরাথ যা করেছে তা অবিশ্বাস্য। আমরা এমন একটি উদযাপনের অপেক্ষায় ছিলাম। ’

নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমালের পরিবর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নেতৃত্ব দিলেন লাসিথ মালিঙ্গা। দুর্দান্ত এ জয়ে অধিনায়কত্বের অভিষেকটা দারুণই হলো মালিঙ্গার। বললেন‘সত্যি আমি ভাগ্যবান। অ্যাঞ্জেলো, মাহেলা ও দিলশান আমাকে সাহায্য করেছে। এটা আমার জন্য ভালো অভিজ্ঞতা। ’

রঙ্গনা হেরাথের উচ্ছ্বসিত প্রশংসা করে মালিঙ্গা বলেন,‘রঙ্গনা নিজেকে প্রমাণের অপেক্ষায় ছিল। আজ সে সুযোগ পেয়েছে এবং প্রমাণ করে ছেড়েছে সে যোগ্য। ’
৩৬ বছর বয়সী রঙ্গনা হেরাথ এর আগে মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৭ম ম্যাচেই গড়লেন নতুন রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিংয়ের তালিকায় লংকান আরেক স্পিন জাদুকর অজন্তা মেন্ডিসের পরই এখন তার স্থান। এ পর্যন্ত ৭টি টি টোয়েন্টি’তে ১২৪ রানে তুলে নিয়েছেন ১১ উইকেট।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।