ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মর্যাদার লড়াইয়ে টাইগারদের সামনে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
মর্যাদার লড়াইয়ে টাইগারদের সামনে অস্ট্রেলিয়া

ঢাকা: টি-টোয়েন্টির এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি স্বাগতিক বাংলাদেশ। মর্যাদা রক্ষার লড়াইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে জয় পায়নি অস্ট্রেলিয়াও।



এ অবস্থায় মঙ্গলবার দুপুরে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়, ঢাকায়।

গ্রুপ পর্বে তিন খেলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয়ই হেরেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে।

এদিকে, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত সেমিফাইনাল নিশ্চিত করলেও সর্বশেষ দল হিসেবে কে উঠছে সেদিকে চোখ থাকবে বিশ্ববাসীর।

এ দৌড়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। জয়ী দল চতুর্থ দল হিসেবে উঠবে সেমিফাইনালে। উভয়ের জন্যই মঙ্গলবারের ম্যাচটি বাঁচা-মরার।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে যদি পাকিস্তান জয়লাভ করে তবে সেমিফাইলের চার দলের মধ্যে তিনটিই হবে দক্ষিণ এশিয়ার। সেক্ষেত্রে এবারের টি-টোয়েন্টি শিরোপা জয়ের সম্ভাবনা থেকে গেল কোনো এশিয়ান দলের।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ জ্বলে উঠলে কপাল পুড়তে পারে পাকিদের।

ইতোমধ্যে সেমিফাইনালে ওঠা তিন দলের মধ্যে ভারত, শ্রীলংকা ছাড়া অপর দল হলো দক্ষিণ আফ্রিকা।

এর আগে সোমবার তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার টিকিট পায় গত আসরের রানার আপ এশিয়ার আরেক দল শ্রীলংকা। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে ৫৯ রানে জয়লাভ করে লঙ্কানরা।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।