ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লের সদ্ব্যবহার করল মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৪
পাওয়ার প্লের সদ্ব্যবহার করল মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের কাছে ব্যাটিং দৈন্যতায় হেরে যাওয়া বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেমেছে। প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে পাওয়ার প্লের সদ্ব্যবহার করতে পেরেছে স্বাগতিকরা।

ছয় ওভার শেষে দুই উইকেটে ৩৬ রান করেছে তারা।

এর আগে আয়েশা রহমান চতুর্থ বলে উদেশিকা প্রাবোদানিকে একটি চার মেরে পরের বলেই বোল্ড হন। ডানহাতি পেসারের সুইং বুঝতে না পারায় থামে তার ৫ বলে ছয় রানের ইনিংস।

মাঠে নেমে রয়েসয়ে খেলতে থাকেন অধিনায়ক সালমা খাতুন। তবে চতুর্থ ওভারে দারুণ স্ট্রোক দেখালেন স্বাগতিক অধিনায়ক। মাধুরী সামুদ্দিকাকে টানা চারটি বাউন্ডারি মেরে এক ওভারেই এনে দিলেন ১৯ রান।

অবশ্য ষষ্ঠ ওভারের চতুর্থ বলে প্রতিপক্ষ অধিনায়ক শশীকলা শ্রীবর্দনের বলটি তুলে দেন চামারি পোলগামপালোর হাতে। ১৮ বলে চারটি চারে সাজানো ২২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন সালমা।

বি গ্রুপের প্রথম ম্যাচে একমাত্র জয় এসেছিল শ্রীলঙ্কার। আর এখনও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা।

বাংলাদেশ: রুমানা আহমেদ, লতা মন্ডল, সালমা খাতুন, পান্না ঘোষ, জাহানারা আলম, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোহেলী আখতার ও শামিমা সুলতানা।

শ্রীলঙ্কা: শশীকলা শ্রীবর্দনে, মাধুরী সামুদ্দিকা, এশানি লুকুসুরিয়া, শ্রীপালি বীরাকোড্ডি, যাসোদা মেন্ডিস, চামারি আতাপাত্তু, উদেশিকা প্রাবোদানি, চান্দিমা গুনারত্নে, চামারি পোলগামপোলা, রেবেকা ভান্দোর্ট, হাসিনি পেরেরা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।