ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাসকে বড় শক্তি মানছেন স্যামি

নুরুজ্জামান ফারাবি, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
আত্মবিশ্বাসকে বড় শক্তি মানছেন স্যামি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সুপার টেনে ‘ডু অর ডাই’ ম্যাচে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে সেমিতে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের দ্বিতীয় স্থানে থাকায় সেমিফাইনালে বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্যামির দল।

প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবিয়রা।

মিরপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাত টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। দলের সকলের মধ্যে আত্মবিশ্বাস বেশ ভালো এমনটি বলেন তিনি।

টুর্নামেন্টে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলার পর তাদের টিম স্পিরিট বৃদ্ধি পেয়েছে এমনটি মনে করেন তিনি। ‘আমরা এ টুর্নামেন্টে বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি। আমাদের লক্ষ্য এখন সামনের ম্যাচের দিকে। আর ক্রিকেট এমন একটি জিনিস যার সর্ম্পকে আগে থেকে কিছু বলা যায় না। আমরা অনুশীলন করছি এবং আগামীকাল ভালো কিছু করার চেষ্টা করবো। টিম স্পিরিট বেড়েছে। এ টুর্নামেন্টে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। শেষ তিন ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে কি করা উচিত সেটা আমরা জানি। ’

শ্রীলঙ্কানদের স্পিন শক্তি ভালো হলেও নিজেদের ছোট করে দেখছেন না স্যামি। তাদের দলেও সেরা স্পিনার রয়েছে। ‘স্পিন মোকবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে। শ্রীলঙ্কান দলে ভালো স্পিনার আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে স্পিনাররা ভালো কাজ করেছে। তবে আমরাও জানি কিভাবে তাদের মোকাবেলা করতে হবে। শেষ দুই ম্যাচে জয়ের পর খেলোয়াড়রা আত্মবিশ্বাসে রয়েছে। স্যান্টোকি, নারাইন ও বদ্রির মতো বোলার আমাদের ও আছে। আমি মনে করি টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বিপদ জনক দল। ’

দলের অধিনায়ক বলে তিনি চিন্তিত নন। সবসময় দলকে সেরা খেলাটা দিতে চান তিনি। ‘আমি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক সেটা বড় কথা না। আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। আমি অধিনায়ক থাকি আর না থাকি সেটা বড় কথা না আমি আমার সেরা খেলাটা দিতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।