ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সালমাদের আত্মমর্যাদার লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
সালমাদের আত্মমর্যাদার লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: টানা তিন ম্যাচের ব্যাটিং লজ্জা কাটিয়ে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেয়েছিল সালমা খাতুনের বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন রানের শ্বাসরুদ্ধকর জয় শুধু একটি জয় হয়েই এসেছে।

কারণ বি গ্রুপের তলানিতে থেকেই প্রথম পর্ব শেষ করতে হয়েছে স্বাগতিকদের।   সিলেটের মাঠে এবারের আসরের শেষ ম্যাচটিতে লড়বে তারা। প্রতিপক্ষ মোটামুটি চেনা আয়ারল্যান্ড। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আইরিশদের বিপক্ষে জিতে নবম দল হিসেবেই শেষ করতে চায় স্বাগতিকরা।

আয়ারল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সালমাদের। আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাটেই জয়ের আনন্দে মেতেছিল লাল সবুজরা।

আইরিশদের বিপক্ষে দুটি ওয়ানডে ও একটিমাত্র টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। জয়ের দুটিই প্রতিপক্ষের ঘরের মাঠে। সর্বশেষ মুখোমুখি লড়াই ২০১২ সালের ২১ আগস্ট ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। ক্লেয়ার শিলিংটনের ৩৪ রানের প্রতিরোধ সত্তে¡ও সালমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চার উইকেটে ৯২ রান করে স্বাগতিকরা। সালমা জবাব দিলেন ৪১ রান করে। এক বল বাকি থাকতে চার উইকেটের স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

ওয়ানডে হয়েছিল তাও এক বছর আগে। ২০১১ সালের আইসিসি মেয়েদের বিশ্বকাপ ২০১৩র পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে ৮২ রানে হারিয়ে দিয়েছিল আইরিশদের। পরের বছর ডাবলিনে একমাত্র ওয়ানডে ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৬১ রানে হেরে যায় সালমারা।

প্রায় দুই বছরের মধ্যে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ইসোবেল জয়েস ও সালমার দল। বিশ্বমঞ্চের অভিষেক আসরে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে জিতলেও আরেক নতুন দল আয়ারল্যান্ড চারটি ম্যাচই হেরেছে। চেনা প্রতিপক্ষকে পেয়ে তাই অপ্রাপ্তিটা ঘুচাতে চায় তারা। পাকিস্তানের কাছে শেষ ম্যাচে ১৪ রানে হেরে তাই ইসোবেল বললেন,‘আমরা বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামব। অবশ্যই জেতার লক্ষ্যে খেলব। ’

এদিকে ব্যাটিং দুর্দশা কাটিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ আত্মবিশ্বাস পাচ্ছে নিজেদের অলরাউন্ডিং পারফরমেন্স থেকে। দলের পেসার জাহানারা আলম জানান,‘আমরা প্রত্যেক ম্যাচেই জয়ের জন্য মাঠে নামি। এই ম্যাচেও সেই ইচ্ছা থাকবে। ’

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।