ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে সরিয়ে নিলেন চান্দিমাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৪
নিজেকে সরিয়ে নিলেন চান্দিমাল ছবি: ফাইল ফটো

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে: পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। গুরুত্বপূর্ন এ ম্যাচে নিজে থেকে খেলবেন না জানিয়েছেন শ্রীলঙ্কান নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক দিনেশ চান্দিমাল।



২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা দিনেশ চান্দিমাল টি-টোয়েন্টিতে রান করেছেন ২৬৬। ৯৩.৬৬ ব্যাটিং স্ট্রাইক রেটে চান্দিমালের গড় মাত্র ১৩.৩০। গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি খেলেননি এক ম্যাচ নিষেধাজ্ঞার কারনে। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও আজকের এ ম্যাচে তিনি খেলবেন না তার ব্যাটিং পারফর্মেন্সের কারনে। শেষ কয়েকটি ম্যাচে রান না পাওয়া দিনেশ চান্দিমাল তাই নিজে থেকেই আজকের গুরুত্বপূর্ন এ ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন। আজ তার পরিবর্তে গত ম্যাচে নেতৃত্ব দেয়া লাসিথ মালিঙ্গাকে আবারো নেতৃত্বে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘন্টা, ৩ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।