ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফাইনাল শুরু সন্ধ্যা সাতটা চল্লিশে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৪
ফাইনাল শুরু সন্ধ্যা সাতটা চল্লিশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে:  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ সন্ধ্যা সাতটায় মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। কিন্তু বিকাল পাঁচটা থেকে হালকা বৃষ্টিতে শঙ্কার মুখে পড়েছিল ছেলেদের এই ফাইনাল।

কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি থেমে যাওয়ায় ঢেকে দেয়া মাঠের কাভার সরিয়ে নিচ্ছেন গ্রাউন্ডসের কর্মীরা। বৃষ্টির কারনে ৪০ মিনিট বিলম্বিত হবে আজকের ফাইনাল ম্যাচ। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনেটে।

এর আগে মেয়েদের ফাইনাল ম্যাচটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শিরোপা হাতে নেওয়ার আনুষ্ঠানিকতাও সেরেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এরপরই হালকা বৃষ্টি নামে। গ্রাউন্ডসে কর্মীরা পিচ কাভার দিয়ে ঢেকে দিয়েছিল।

এর পরও যদি ফাইনাল ম্যাচ মাঠে না গড়ায় তাহলে সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, ৬ এপ্রিল ২০১৪ আপডেট সময়: ১৮৪০ ঘন্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।