ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সালমা

স্পোর্টস করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৪
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সালমা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে এবারই অভিষেক হয়েছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে প্রথম তিনটি ম্যাচে ব্যাটিং লজ্জায় হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন রানের শ্বাসরুদ্ধকর জয় পায় তারা।

আর নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারায় স্বাগতিকরা। এই টুর্নামেন্টে পারফরমেন্সের ভিত্তিতে আইসিসির নির্বাচিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি অধিনায়ক সালমা খাতুন।

এবারের রানার্সআপ ইংল্যান্ডের অধিনায়ক শার্লট এডওয়ার্ডস টানা দ্বিতীয়বারের মতো এই দলটির নেতৃত্ব পেয়েছেন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ছয়জন খেলোয়াড় আছেন এই দলে। এর মধ্যে ইংল্যান্ডেরই চারজন।

অভিষেক বিশ্বমঞ্চে সালমা পাঁচ ম্যাচ খেলে নিয়েছেন ৮টি উইকেট। দেশের শীর্ষ বোলার তিনিই। ব্যাট হাতে সমান ম্যাচে করেছেন ৬৮ রান। সর্বোচ্চ স্কোর ছিল ২২। সব মিলিয়ে সাতটি চার মেরেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের পক্ষে একমাত্র ছক্কাও হাঁকিয়েছেন তিনি।

ব্যাটিং অর্ডার অনুযায়ী দল: সুজি বেটস (নিউজিল্যান্ড, ২২৮ রান, পাঁচ উইকেট), শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড-অধিনায়ক, ২০০ রান), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া, ২৫৭ রান), সারাহ টেলর (ইংল্যান্ড-উইকেটরক্ষক, ১৫০ রান, ছয় ডিসমিসাল), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ, ১৫৩ রান, এক উইকেট), দিয়েন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ, ১৪৭ রান, চার উইকেট), এলিসে পেরি (অস্ট্রেলিয়া, ১০৬ রান, ৮ উইকেট), নাতালি স্কিভার (ইংল্যান্ড, ১০ উইকেট), সালমা খাতুন (বাংলাদেশ, ৮ উইকেট), পুনম যাদব (ভারত, ৮ উইকেট), আনিয়া শ্রুবসোল (ইংল্যান্ড, ১২ উইকেট), ১২তম- শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা, ৭ উইকেট)।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ৭ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।