ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রংপুর বিভাগের অলরাউন্ডিং পারফরমেন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
রংপুর বিভাগের অলরাউন্ডিং পারফরমেন্স

ফতুল্লা: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রংপুর বিভাগ দ্বিতীয় দিন আরেকটি সেঞ্চুরির দেখা পেল। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন নাঈম ইসলাম শতক পেয়েছিলেন।

রোববার তানভির হায়দারও যোগ দিলেন। এই দুই শতকের সঙ্গে অধিনায়ক সোহরাওয়ার্দী শুভর ফিফটি ৩৯১ রানের বড় সংগ্রহ এনে দেয় তাদের। জবাবে ১৩২ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছে সিলেট বিভাগ।

দ্বিতীয় দিন শেষে
রংপুর বিভাগ: প্রথম ইনিংস- ৩৯১/১০
সিলেট বিভাগ: প্রথম ইনিংস- ১৩২/৭ (৪৫ ওভার)

তিন উইকেট হাতে রেখে ২৫৬ রানে দিনের খেলা শুরু করেছিল রংপুর। ৬২ রানে অপরাজিত থাকা তানভির লাঞ্চের আগমুহূর্তে শতকের দেখা পান। ২৬৩ বলে ছয় চারে সেঞ্চুরি হাঁকান তিনি। সোহরাওয়ার্দীর সঙ্গে ১১১ রানের জুটি গড়ে নাসুম আহমেদের ষষ্ঠ শিকার হন তানভির। এর আগে ২৯০ বলে সাতটি চারে ১১১ রান করেন তিনি।

শেষদিকে সোহরাওয়ার্দীর ১৬৬ বলে সাত চারে সাজানো ৭২ রানের ইনিংস কার্যকরী ভূমিকা রাখে।

সিলেটের স্পিনার নাসুম ৯৭ রান দিয়ে ৪৩ ওভার চার বলে নিয়েছেন সাত উইকেট।

খেলতে নেমে শুভাশিষ রায় ও সোহরাওয়ার্দীর বোলিংয়ের সামনে শুধুমাত্র প্রতিরোধ গড়তে পেরেছেন শানাজ আহমেদ। ৭১ রান আসে তার ব্যাটে।

শুভাশিষ তিনটি ও সোহরাওয়ার্দী দুটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৩ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।