ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দেশী কোচদের সুযোগ দিতে চান সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৪
দেশী কোচদের সুযোগ দিতে চান সুজন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে ব্যর্থতা আর যেন ফিরে না আসে সেজন্য নতুনভাবে ঢেলে সাজাতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একেবারে মূল থেকে শুরু করে সকল দিকে নজর রাখতে চায় তারা।

বোর্ডের একাডেমিক কোচ রিচার্ড ম্যাকিন্স কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তার নিজ দেশ অস্ট্রেলিয়াতে তিনি নতুন চাকরি পেয়েছেন। তার চলে যাওয়াতে কোনো প্রভাব বাংলাদেশের ক্রিকেটে পড়বে না এমনটি মনে করেন গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

শনিবার গেম ডেভেলপমেন্ট কমিটির এক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সুজন। একাডেমির পরিকল্পনা ও ম্যাকিন্সের চলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন,‘পরিকল্পনা করছি। এখন ছেলেরা খেলছে। এখন আমি হাই প্রোফাইল জিনিসটা বেশি চিন্তা করছি। জাতীয় দলের খেলোয়াড় যারা থাকছেন তাদের কিন্তু প্রশিক্ষণ নেয়ার সুযোগ কমে যাচ্ছে। আর রিচার্ড চলে যাচ্ছে, উনি আসলে অস্ট্রেলিয়াতে একটা চাকুরি পেয়েছেন। নতুন লোক তো অবশ্যই আসবে। কাকে নিয়ে আসবো সেটা চিন্তা করছি। আর দেশী কোচরা তো প্রধান্য পাবে। এরই মধ্যে বেশ কিছু দেশী কোচ তৈরি হয়েছে। তাদেরকে এখানে আনার ব্যাপারে আমি আগ্রহী। যতক্ষণ ট্রেনিং হবে বিশেষ করে পাঁচ-ছয় মাস ততদিনের জন্য আমরা বিদেশী কোচ আনতে পারি। বিদেশী কোচরা ফুল টাইম আসতে চায় না। তো আমরা যদি ছয় মাসের জন্যে তাদের আনতে পারি সেটা আমাদের জন্যে ভালো। ’

অনেকে মনে করেন রিচার্ড ম্যাকিন্স চলে গেলে বড় ক্ষতি হবে। কিন্তু এ বিষয়ে একমত নন সুজন,‘না আমি মনে করি এমন কিছু হবে না। বাংলাদেশে অনেক কোচ এসেছে। তো কেউ কারো জন্যে থেমে থাকে না। আমি কাউকে ছোট করে বলবো না। বলবো না যে রিচার্ড খারাপ অন্যরা ভালো। রিচার্ডও ভালো। উনিও অনেক অবদান রেখেছেন। আমরা তার চেয়ে ভালো কোচ পাবো না সেটাও ঠিক না। ’

সাবেক এই মিডিয়াম পেসার বলেন,‘আমি উপমহাদেশের কোচদের দিকে লক্ষ্য রাখছি। রিচার্ডের সঙ্গে বিসিরি কোনো দ্বন্দ এমন না। উনি যখন চাকরি পেলেন আমরা তাকে কোনো জোর করিনি। এর আগেও বাংলাদেশ দলের জন্যে অনেক ভালো ভালো কোচ কাজ করে গেছেন। এমন আসবে যাবে। কেউ কারো উপর নির্ভরশীল না। আর আমি মনে করি না যে বাংলাদেশকে আরো বিশ বছর বিদেশী কোচের উপর নির্ভর করে থাকতে হবে। আমাদের দেশী যেসব কোচ তৈরি হয়েছে তাদের জন্যে সুযোগ তৈরি করে দেয়া উচিত। ’

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।