ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলোয়াড়দের ফর্মে ফেরা জরুরি: নান্নু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
খেলোয়াড়দের ফর্মে ফেরা জরুরি: নান্নু মিনহাজুল আবেদীন নান্নু

ঢাকা: ক্রীড়াঅঙ্গনে এ বছর ধকল গিয়েছে ক্রিকেট উপর দিয়ে। সফলতা না থাকলেও ব্যর্থতার ফুল ঝুঁড়ি ছিল বেশ বড়।

এর পেছনে নানা কারণ খুজে বেড়াচ্ছেন সবাই। তবে ক্রিকেটাররা দ্রুত তাদের ফর্মে ফিরতে পারবে এমনটি আশা সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।  

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নানা বিষয়ে কথা বলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল ভালো করিনি। কিন্তু সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে তাই খেলোয়াড়দের দ্রুত ফর্মে ফেরা জরুরী মনে করেন এ নির্বাচক,‘জাতীয় দলের খেলোয়াড়রা এখন ফর্মে নেই। এটা তো একটা উদ্বিগ্নের বিষয়। সামনে আরো কিছু খেলা আছে, ভারত সফরে আসবে। ওদের আসার আগে আমাদের ‘এ’ টিমের একটি সফর আছে। বিসিএলের কিছু খেলা আছে। সে হিসেবে আমি মনে করি খেলোয়াড়দের এখনো সামনে কিছু সুযোগ আছে। তাদের ফরমে ফেরা জরুরি। ’

তিনি আরও বলেন,‘আমাদের জাতীয় দলের কিছু দক্ষ খেলোয়াড় আছে যারা ফর্মে না থাকলে সেটা অবশ্যই ক্রিকেটের জন্যে ক্ষতিকর। তারা যতটা ফর্মে থাকবে আমাদের ক্রিকেটের জন্যে ততটাই ভালো। তারা বুঝতে পারছেন কী করতে হবে। ফর্মে ফেরার ব্যাপারে তারাও আত্মবিশ্বাসী। ’

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা রান না পেলেও নান্নুর মতে ফর্মে ফেরা সময়ের ব্যাপার মাত্র,‘তামিম ওতো জাতীয় লিগ শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে ইনজুরিতে পরেছে। আমি মনে করি ফর্মে ফিরে আসা সময়ের ব্যাপার। সামনে যেহেতু খেলা আছে আশা করি ফর্মে ফিরতে পারবে। ’

বাংলাদেশের জন্যে এখন যে সময় যাচ্ছে এ থেকে উত্তরনের উপায় শুধু পরিবর্তন না, যারা দলে আছেন তারা ফর্মে ফিরতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব মনে করেন তিনি,‘এখনই পরিবর্তন বলাটা খুব মুশকিল। আমাদের যে পরিপূর্ণ খেলোয়াড় আছে তারা সবাই ফর্মে থাকুক। এ থেকেই আমাদের বাছাই করে নিতে হবে। টপ অর্ডাররা কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে আমরা রান দেখছি। কিছু সময়ের জন্যে আমাদের ক্রিকেট খারাপ যাচ্ছে। আশা করি আগামীতে আমরা ঘুরে দাঁড়াবো। ’

এ বছর প্রিমিয়ার লিগ হয় কিনা এটা নিয়ে শঙ্কা রয়েছে। যদি না হয় তাহলে সামনে বিশ্বকাপ আছে। এছাড়া ৫০ ওভারের কোনো খেলাও নেই। এটা কি খেলোয়াড়দের জন্যে চাপ কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘সামনের বিশ্বকাপ অনেক দেরি আছে। এর আগে অনেকগুলো সিরিজ আছে। কোনো খেলোয়াড় কতটুকু ফিট থাকবে। কার কতটুকু ইনজুরি সমস্যা আছে। সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। আমাদের সিরিজ বাই সিরিজ খেলতে হবে। বিসিএলের ও ‘এ’ টিমের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। এগুলো আমাদের চিন্তায় আছে। এগুলো করার পরে বিশ্বকাপের চিন্তা করব। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।