ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ে শেষ করল চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
জয়ে শেষ করল চট্টগ্রাম

সাভার: দ্বিতীয় জয় নিয়ে জাতীয় ক্রিকেট লিগের ১৫তম আসর শেষ করল চট্টগ্রাম বিভাগ। মঙ্গলবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে তারা সিলেট বিভাগকে হারিয়েছে ২৫৮ রানের বিশাল ব্যবধানে।

এই জয়ে আট দলের মধ্যে ছয় নম্বরে থাকল চট্টগ্রাম।

চট্টগ্রাম: প্রথম ইনিংস- ২১৩/১০, দ্বিতীয় ইনিংস- ৪১৫/৯ ডি.
সিলেট: প্রথম ইনিংস- ১৯০/১০, দ্বিতীয় ইনিংস- ১৮০/১০
ফল: চট্টগ্রাম জয়ী ২৫৮ রানে

মুমিনুল হকের ১৬৮ রানের সুবাদে চট্টগ্রাম জয়ের জন্য ৪৩৯ রানের লক্ষ্য দিয়েছিল সিলেটকে। ৬৪ রানে এক উইকেট হারিয়ে অলক কাপালির দল শেষ দিন নেমেছিল।

দলীয় ৮৬ রানে দিনের প্রথম উইকেটটি হারায় সিলেট। এরপর ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিল বড় হতে থাকে। মোহাম্মদ ইউনুস ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নিয়ে সিলেটকে উড়িয়ে দিলেন। তাকে সহায়তা করেছেন আলী আকবর।

সিলেটের পক্ষে সবচেয়ে বেশি ৪০ রান আসে এনামুল হক জুনিয়রের ব্যাটে। অধিনায়ক কাপালি করেছেন ২৬ রান। এছাড়া সায়েম আলম ৩৯ ও সানাজ আহমেদ ৩০ রান করেন।

ইউনুস ২২ ওভার চার বল করে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন। তিনটি নেন আকবর ও দুটি ফয়সাল হোসেন।

ম্যাচসেরা হয়েছেন চট্টগ্রামের মুমিনুল।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ২২ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।