ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪২-এ ক্রিকেট ঈশ্বর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪
৪২-এ ক্রিকেট ঈশ্বর জন্মদিন উদযাপনে শচীন

ঢাকা: ক্রিকেট ঈশ্বরখ্যাত শচীন টেন্ডুলকারের ৪২তম জন্মদিন বৃহস্পতিবার। ১৯৭৩ সালের এই দিনে মহারাষ্ট্রের মুম্বাই শহরে জন্ম নেওয়া এই বিস্ময়বালক বুধবার ৪১ বসন্ত পার করেন।



প্রতি মহূর্তে ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে রাখা শচীন সবুজ পৃথিবীর বুকে শ্বাস নিয়েছেন ২১৫৬৪০০০ মিনিটেরও অধিক সময়।

২০০ টেস্ট ম্যাচ থেকে শচীন ৫৩.৭৮ গড়ে রান করেছেন ১৫৯২১। শতক ৫১ টি আর অর্ধশতক ৬৮ টি। ওয়ানডে ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৪৬৩ টি। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৪৪.৮৩। শতক ৪৯ টি আর অর্ধশতক ৯৬ টি। টেস্টে ইনিংস সর্বোচ্চ রান অপরাজিত ২৪৮ এবং ওয়ানডেতে অপরাজিত ২০০।

১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচীতে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন আধুনিক ক্রিকেটের এই ডন।

সর্বজনবিদিত লিটল মাস্টারের জন্মদিনে তাকে অকৃত্রিম ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।