ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দলের অবস্থা এখন চ্যালেঞ্জিং: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪
দলের অবস্থা এখন চ্যালেঞ্জিং: মুশফিক

ঢাকা: দলের হতাশাজনক পারফরমেন্সের পর প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শেন জার্গেনসেন। তার আচমকা পদত্যাগ দলে কিছুটা হলেও প্রভাব ফেলবে মনে করেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে গোল্ডমার্ক ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে এসব বলেন অধিনায়ক।

জর্গেনসেনের পদত্যাগ নিয়ে মুশফিক বলেন,‘উনার পদত্যাগে অবশ্যই প্রভাব পড়বে। দেশে উনি আসবেন। এ বিষয়ে বোর্ডই কথা বলবেন। খবরটি জানার পর সবাই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু আমি তো কিছুই বলতে পারছি না। ’

বোর্ড কর্মকর্তারা বলছেন আবেগের বশে অস্ট্রেলীয় কোচ পদত্যাগ করেছেন। এনিয়ে অধিনায়ক বলেন,‘এ বিষয়ে কথা বললে অনেক কিছু বলার আছে। তো আমি উনার সঙ্গে সরাসরি কথা বলব। আর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর দেখা যাবে কী হয়। ’

জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজ। এর ছয় মাস পর বিশ্বকাপ, সবমিলিয়ে একটু চ্যালেঞ্জিং সময় পার করছে দল। এমনটাই মনে করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান,‘আমাদের জন্যে এখন একটা খারাপ সময় যাচ্ছে। আর খারাপ সময় এলে সবদিক থেকে খারাপ যায়। সেদিক থেকে বলব বেশ চ্যালেঞ্জিং সময় এটা। আমদের দলে যারা আছে তারা গত দুই বছর যেভাবে ক্রিকেট খেলেছি সেভাবে যেন খেলতে পারি। হয়তো সামলে নেয়াটা কঠিন হবে। কিছু সমস্যা হলেও সেটা উতরানোর ক্ষমতা আমাদের আছে। ’

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ২৯ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।