ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অধিনায়ক ধোনির টি-টোয়েন্টি জয়ের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ৩, ২০১৪
অধিনায়ক ধোনির টি-টোয়েন্টি জয়ের সেঞ্চুরি

মুম্বাই: আইপিএলের সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শুক্রবার চেন্নাই সুপার কিংসের ৩৪ রানের জয় মহেন্দ্র সিং ধোনিকে এনে দিল অনন্য এক রেকর্ড। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি।

এই রেকর্ড শুধুমাত্র ধোনিই করেছেন।

টি-টোয়েন্টি ধোনি নেতৃত্ব দিয়েছেন ১৬৯ ম্যাচে। জিতেছেন ১০০টি, হার ৬৫টিতে, টাই দুটি আর অমীমাংসিত থেকেছে দুটিতে।

চেন্নাই অধিনায়ক এদিন আরেকটি রেকর্ড গড়েছেন। সেটা অবশ্য উইকেটের পেছনে থেকে। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় এদিন কুমার সাঙ্গাকারাকে টপকে দুই নম্বরে উঠে গেছেন চেন্নাই অধিনায়ক। শুক্রবার রবিন্দ্র জাদেজার বলে রবিন উথাপ্পাকে ৪৭ রানে গ্লাভসবন্দি করেন তিনি। এটি ছিল উইকেটরক্ষক ধোনির ১২২তম ডিসমিসাল। সবচেয়ে বেশি ১৪৪ ডিসমিসাল নিয়ে তার উপরে আছেন পাকিস্তানের কামরান আকমল।

রাঁচিতে হয়ে যাওয়া এই ম্যাচটি ছিল ধোনির ১৭৫তম টি-টোয়েন্টি, প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে একমাত্র কীর্তিটি তারই।

আইপিএলে উইকেটের পেছনে ধোনি ক্যাচ ধরেছেন ৪৬টি। আর চারটি ধরলে হাফ সেঞ্চুরি হবে। আর দ্বিতীয় কিপার হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের পর ৫০টি ক্যাচের মালিক হবেন তিনি। ৫১টি ক্যাচ নিয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার সাবেক তারকা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ৩ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।