ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বোলিং পরামর্শক মুশতাক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ১২, ২০১৪
পাকিস্তানের বোলিং পরামর্শক মুশতাক মুশতাক আহমেদ

করাচি: পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে ঘোষণা করা হলো সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে। পিসিবির কোচ নির্বাচন কমিটির সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ড এক বিবৃতিতে জানায়, প্রধান কোচ ওয়াকার ইউনুসও এটি অনুমোদন দিয়েছেন।

এর আগে ইংল্যান্ডের সঙ্গে একই দায়িত্বে ছিলেন মুশতাক। বিলেত থেকে বিদায় নিয়ে সোমবার পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। শিগগিরই কাজ শুরু করবেন তিনি।

পিসিবি জানায়, এই পদের জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলেন সাবেক অফ স্পিনার সাকলাইন মুসতাক। কিন্তু হেরে গেলেন তিনি।

২০০৮ সালে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন মুশতাক। এরপর গ্রায়েম সোয়ানের খ্যাতি কুঁড়াতে বেশ অবদান রেখেছিলেন। সম্প্রতি নতুন কোচ পিটার মুরস আসার পরই তার অবস্থান অনেকটা ম্লান হয়ে পড়ে। সম্প্রতি সোয়ান অবসর নেওয়ার পর স্পিন বোলিংয়েও ইংলিশরা বেশ ক্রান্তিকাল পার করছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ১২ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।