ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টিভি সত্ত্ব কিনতে চার কোম্পানির দরপত্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪
টিভি সত্ত্ব কিনতে চার কোম্পানির দরপত্র

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বিকেল তিনটায় ছিল টিভি স্বত্ত্ব বিক্রয়ের শেষ সময়। এই সময় পর্যন্ত মোট চারটি কোম্পানি তাদের দরপত্র জমা দিয়েছে বিসিবি কার্যালয়ে।

বৃহস্পতিবার যেসব কোম্পানি নির্বাচিত হবে তাদের সঙ্গে ওপেন বিট হবে ১৬ মে রুপসী বাংলা হোটেলে।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২০ সাল পর্যন্ত টিভি সত্ত্ব বিক্রি করবে। তার ধারাবাহিকতায় এদিন বিসিবি কার্যালয়ে চারটি কোম্পানি টেন্ডার দিয়েছে। তারা হলো মাছরাঙ্গা  টেলিভিশন, চ্যানেল নাইন, গাজী টিভি ও স্টার স্পোর্টস।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম মাঠে এসব বিষয় জানান বিসিবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন। তিনি বলেন,‘বিসিবি ওয়ার্ল্ড রাইট মিডিয়া রাইটসের জন্যে আন্তর্জাতিক টেন্ডার করেছি। আজকে টেকনিক্যাল অফার জমা দেয়ার শেষ তারিখ ছিলো। সময় ছিল আজ তিনটা পর্যন্ত। আমরা চারটি কোম্পানি থেকে প্রস্তাব পেয়েছি। ’

কোয়াইলিফাই করার একদিন পর শুক্রবার রুপসী বাংলা হোটেলে ওপেন বিট করবে বিসিবি। তিনি আরো বলেন,‘ওপেন বিট আমরা আগামী ১৬ মে ঢাকায় রুপসী বাংলা হোটেলে করবো। যে যে কোম্পানিগুলো কোয়ালিফাই হবে তাদেরকে নিয়ে ওপেন বিট হবে। ’

যোগাযোগকারীদের মধ্যে দেশী বিদেশী সব কোম্পানিই ছিল এমনটি জানান তিনি। যে কোম্পানিকে কোয়ালিফাই করার হবে সে ক্ষেত্রে কিছু নিয়মনীতি পালন করবে বিসিবি,‘কোয়ালিফিকেশনের কিছু প্রধান চাহিদা আছে। সেগুলো সিডিউলে উল্লেখ করা আছে। কিছু তথ্য-উপাত্ত আমরা চেয়েছি। এগুলো দেখে বিশ্লেষকরা সিদ্ধান্ত নিবেন। আর আপনারা জনেন ওপেন বিট। যে কম্পানি বেশি ডিমান্ড দিবে তাদেরকেই দেয়ার ব্যাপারে চিন্তা করব। বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সেক্ষেত্রে কিছু নিয়ম নীতিমালা আছে। ’

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ১৪ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।