ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ৩-০-২২-২

প্লে অফের দ্বারপ্রান্তে কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৪
প্লে অফের দ্বারপ্রান্তে কলকাতা

কলকাতা: সাকিব আল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সানরাইজার্স হায়দরাবাদ ৮ উইকেটে ১৪২ রান করে। জবাবে ইউসুফ পাঠান ও রায়ান টেন ডেসকাটের ছোটখাটো ঝড়ে দুই বল বাকি থাকতে সাত উইকেটের জয় পায় কলকাতা নাইট রাইডার্স।

১১ ম্যাচ শেষে ষষ্ঠ জয়ে চার নম্বরে উঠে এল ২০১২ সালের চ্যাম্পিয়নরা।

সানরাইজার্স হায়দরাবাদ: ১৪২/৮ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৪৬/৩ (১৯.৪ ওভার)
ফল: কলকাতা জয়ী সাত উইকেটে

নিজেদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। উমেশ যাদবের পেসের সঙ্গে সাকিবের ঘূর্ণিতে ব্যাটে ঝড় তুলতে পারেনি স্বাগতিকরা। ১৮ বলে তিন চার ও দুই ছয়ে ৩৪ রানের সেরা ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। ইরফান পাঠান ১৯ বলে ২৩ ও নামান ওঝা ২২ বলে ২৪ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

সাকিব বল হাতে তিন ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন। সবচেয়ে বেশি তিন উইকেট দখল করেন উমেশ।

লক্ষ্যে নেমে কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর ১০ বল খেলে মাত্র ৬ রানে ডেল স্টেইনের শিকার হন। তবে রবিন উথাপ্পার ৩৩ বলে ৪০ ও মনিষ পান্ডের ৩২ বলে ৩৫ রান জয়ের ভিত গড়ে দেয়।

ইউসুফ পাঠান ও ডেসকাট অপরাজিত ৪২ রানে জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইউসুফ ২৮ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ ও ডেসকাট ১৫ বলে দুই চার ও এক ছয়ে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

হায়দরাবাদ ১১ ম্যাচে ৭ম হারে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ১৯ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।