ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডসে খেলছেন তামিম

স্পো‍র্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
লর্ডসে খেলছেন তামিম

ঢাকা: নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। ২০০ বছর পূর্ণ হয়েছে গত ২২ জুন।

আর এ উপলক্ষ্যে ৫ জুলাই মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) একটি প্রীতি ম্যাচ খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে।

প্রদর্শনী ম্যাচটিতে অংশগ্রহন করছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক শেন ওয়ার্নের নেতৃত্বে খেলবেন তামিম। তামিম ছাড়াও দলে আছেন এক সময়ের বিশ্ব কাঁপানো আরো কিছু ক্রিকেট তারকা। শেবাগ, পিটারসেন, আফ্রিদি, গিলক্রিষ্ট এবং যুবরাজ সিংয়ের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররাও।

অন্যদিকে, এমসিসি একাদশের হয়ে মাঠ মাতাবেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ব্রেট লি ও সাঈদ আজমলের মতো ক্রিকেটাররা। এ দলটির নেতৃত্বে আছেন শচীন টেন্ডুলকার নিজে।

আর এই ম্যাচে একমাত্র বাংলাদেশি হয়ে অংশ নিচ্ছেন তামিম ইকবাল খান।


২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই লর্ডসেই ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন মারকুটে এ বাঁহাতি ওপেনার।

এদিকে তামিম ইকবাল জানিয়েছেন বিশ্ব একাদশে সুযোগ পাওয়াটা বিরাট সম্মানের।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ৫ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।