ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যান্ডারসনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
অ্যান্ডারসনের রেকর্ড

ঢাকা: বৃহস্পতিবার লর্ডসে ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে আউট করে ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন পেস বোলার জেমস অ্যান্ডরসন। ফলে ২৩৩টি উইকেট নিয়ে দেশের মাটিতে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী বোলার এখন তিনিই।



এছাড়া অ্যান্ডারসন আরো একটি রেকর্ড গড়েছেন। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চার উইকেট নিয়েছেন তিনি। সেই সাথে ৭২ উইকেট নিয়ে লর্ডসের সর্বোচ্চ উইকেটও এখন তার দখলে।

এতদিন ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক টেস্ট উইকেট ছিল ফ্রেড ট্রুম্যানের৷ তার উইকেট সংখ্যা ছিল ২২৯টি। আর লডর্সের সর্বোচ্চ উইকেট ছিল ইয়ান বোথামের ৬৯টি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।