ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লর্ডস টেস্টে স্বস্তিতে নেই ইংলিশরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
লর্ডস টেস্টে স্বস্তিতে নেই ইংলিশরাও

ঢাকা: ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে লর্ডস টেস্ট। ভারতকে প্রথম ইনিংসে ২৯৫ রানে গুটিয়ে দিয়ে ইংলিশরা দ্বিতীয় দিন শেষে করেছে ৬ উইকেটে ২১৯ রান।

কুকবাহিনী ৭৬ রান পিছিয়ে থেকে শনিবার আবারো শুরু করবে তাদের প্রথম ইনিংস। তাদের হাতে রয়েছে ৪টি উইকেট।

স্কোর: দ্বিতীয় দিন শেষে
টস: ইংল্যান্ড (ফিল্ডিং)
ভারত: প্রথম ইনিংস: ২৯৫/১০
ইংল্যান্ড: প্রথম ইনিংস: ২১৯/৬

এর আগে ভারত প্রথম ইনিংসে অজিঙ্কা রাহানের ১০৩ রানের সুবাদে করেছিল ২৯৫ রান। ইংল্যান্ডের পক্ষে একাই ৪টি উইকেট তুলে নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ভারতীয় পেস বোলার ভুবনেশ্বর কুমারের তোপের মুখে পড়ে। দলীয় ৩১ রানের মাথায় ইংলিশ দুই ওপেনার কুক ও রবসনকে সাজঘরে ফেরত পাঠান ভুবনেশ্বর।

তবে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন গ্যারি ব্যালেন্স। ইংলিশদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। দিন শেষে ব্যাটিং ক্রিজে আছেন লিয়াম প্লাংকেট ও ম্যাট প্রিয়র।

ভারতের হয়ে ভুবনেশ্বর নেন ৪ উইকেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন রবিন্দ্র জাদেজা এবং মুরালি বিজয়।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।