ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ও লজ্জার হার ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
ইনিংস ও লজ্জার হার ভারতের ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোডের চতুর্থ টেস্টে ইনিংস ও বড় ব্যবধানে হারতে হল ভারতকে। ভারত ২১৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ১৬১ রানে অলআউট হলে ইনিংস এবং ৫৪ রানে পরাজিত হয়।

ম্যাচ সেরার পুরস্কার পান ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।

ভারত: প্রথম ইনিংস ১৫২/১০
ইংল্যান্ড: প্রথম ইনিংস ৩৬৭/১০
ভারত: দ্বিতীয় ইনিংস ১৬১/১০
ফল: ইংল্যান্ড ইনিংস এবং ৫৪ রানে জয়ী

প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়া ভারত দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। ইংলিশরা ভারতের প্রথম ইনিংসে করা ১৫২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৬৭ রানে অলআউট হয়। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান আসে রুটের ব্যাট থেকে আর ৭০ করেন বাটলার।

ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার এবং বরুন অ্যারন তিনটি করে উইকেট পান।

দ্বিতীয় ইনিংসে ২১৫ রানে পিছিয়ে থেকে ভারতের পক্ষে একজন ব্যাটসম্যান ছাড়া ৩০ রানের কোটা পার হতে পারেনি কোনো ব্যাটার। আশ্বিন সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান অধিনায়ক ধোনীর।

ইংলিশদের পক্ষে মঈন আলী ৪ উইকেট নিয়ে ভারতের লজ্জার হার রচনা করতে বড় ভূমিকা রাখেন। এছাড়া এন্ডারসন আর জর্ডান দুইটি করে উইকেট পান। এই জয়ে ইংল্যান্ড পাঁচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে গেল।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।