ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনুসের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৪
ইউনুসের অনন্য রেকর্ড ইউনুস খান

ঢাকা: পাকিস্তানি ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়লেন ইউনুস খান। টেষ্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১০০ টি ক্যাচ তালুবন্দি করার কৃতিত্ব গড়েছেন এই পাঠান।



শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেষ্টের প্রথম ইনিংসে আব্দুর রেহমানের করা বলে রঙ্গণা হেরাথের ক্যাচটি নিয়ে এই রেকর্ডের মালিক হন তিনি।

৯১ টি টেষ্ট খেলা এই ব্যাটসম্যান পাকিস্তানের ফিল্ডিংয়ে অন্যতম ভরসার এক নাম। নিচে পাকিস্তানের হয়ে টেষ্টে সেরা দশ ক্যাচ শিকারির নাম দেয়া হল।

 ক্রমিক নাম      ম্যাচ     ক্যাচ

১    ইউনুস খান            ৯১         ১০০*
২    জাভেদ মিয়াদাদ      ১২৪       ৯৪
৩    ইনজামামুল হক       ১১৯       ৮১
৪    মাজিদ খান             ৬৩        ৭০
৫    মোহাম্মদ ইউসুফ      ৯০        ৬৫
৬    সেলিম মালেক         ১০৩      ৬৫
৭    মুদাস্সর নাজর         ৭৬         ৪৮
৮    তৌফিক উমর         ৪৩         ৪৭
৯    ইজাজ আহমেদ        ৬০         ৪৫
১০    ওয়াসিম আকরাম    ১০৪       ৪৪

পরিসংখ্যান ঘেটে দেখা যায় পাকিস্তানের হয়ে টেস্টে ১৯৫২ সালে প্রথম ক্যাচটি নিয়েছিলেন নজর মোহদ। ৫০তম ক্যাচটি তালুবন্দি করেন ১৯৭৯ সালে মাজিদ খান। আর শততম ক্যাচটি নিলেন ইউনুস।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।