ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রতিবেশীদের খাটো করে নিচ্ছে না দ. আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
প্রতিবেশীদের খাটো করে নিচ্ছে না দ. আফ্রিকা

ঢাকা: আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিন আফ্রিকা বনাম জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিকে জিম্বাবুয়ে প্রতিপক্ষ হিসেবে দুর্বল হলেও তাদের খাটো করে দেখছে না প্রোটিয়ারা।



জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেষ্টে জিতলেও মোটামুটি ঘাম ঝড়াতে হয়েছে এবি ডি ভিলিয়ার্সদের। তাই টেস্টে তাদের খাটো করে দেখছে না।

দু’বছর আগে জিম্বাবুয়েতে একটি আন অফিসিয়ালি টি-টোয়ান্টি ত্রি-দেশীয় সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল আফ্রিকা। যেখানে অন্য দলটি ছিল বাংলাদেশ। সেই সিরিজে দুই দলের কাছেই পরাজিত হয়েছিল তারা। আর জিম্বাবুয়ের সঙ্গে দুটি ম্যাচই হেরেছিল সফরকারীরা। সেই সিরিজটি ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ছিল।

আর এবারের সিরিজটি প্রোটিয়ারা ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছে। তাই এই সিরিজে প্রতিবেশীদের কোন রকম ছাড় দিতে রাজি না দ.আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ১৬ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।