ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কান ওডিআই দলে রানদিভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
শ্রীলঙ্কান ওডিআই দলে রানদিভ সুরাজ রানদিভ

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কান দলে ডাক পেয়েছেন সুরাজ রানদিভ। প্রায় তিন বছর পর লঙ্কান দলে আবারো ডাক পেলেন এই অফ স্পিনার।



এছাড়া ওডিআই দলে আরো সুযোগ পেয়েছেন সদ্য টেষ্ট সিরিজে দারুন ব্যাটিং করা ওপেনার উপল থারাঙ্গা। লঙ্কান স্পিনার সচিত্রে সেনানায়েকের আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার কারণে তার পরিবর্তে দলে ঢুকেছেন রানদিভ।

 ২০১১ সালের আগষ্টে শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন তিনি। এর আগে লঙ্কার হয়ে ২৮ টি ওডিআই খেলে ৩০.৫৪ গড়ে ৩৩ টি উইকেট পেয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কান ওডিআই দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস(অধিনায়ক), তিলকারত্মে দিলসান, উপল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা(উইকেটকিপার), মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন, লাহিরু থিরিমান্নে, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকরা, ধামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, সেকেগু প্রসন্নে, সুরাজ রানদিভ ও থিসারা পেরেরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, ২০ আগষ্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।