ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজী ছবি: সংগৃহীত

ঢাকা: সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজী। চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই বোলিং পরীক্ষা করাতে হবে তাকে।

তবে পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত সব ধরণের ম্যাচে বল করতে পারবেন তিনি।

সোহাগের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হওয়ায় আইসিসিকে তা পরীক্ষা করতে বলেছেন ম্যাচ পরিচালনা কমিটি। এরই মধ্যে বিসিবি আইসিসির টেস্টিং সুবিধা নিয়ে খোঁজ খবর শুরু করে দিয়েছে।

গত কয়েকমাসে আইসিসির সন্দেহের তালিকায় পড়ে বিভিন্ন দেশের ক্রিকেটাররা। জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া, শ্রীলঙ্কার সাচিত্রা সেনানায়েকে, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং পাকিস্তানের সাঈদ আজমলও আছেন এ তালিকায়।

বাংলাদেশের হয়ে সোহাগ গাজী খেলেছেন দশটি টেস্ট, ১৯টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক ঘটে ২০১২ সালে। দুই বছর আগে বাংলাদেশ ‘এ’ টিমের হয়ে তিনি ব্যাঙ্গালোরে খেলতে গিয়েছিলেন। সেখানেও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়ার।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।