ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি’র দুর্নীতি দমনের প্রধান হলেন মোরশেদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
বিসিবি’র দুর্নীতি দমনের প্রধান হলেন মোরশেদ ছবি: সংগৃহীত

ঢাকা: আবু মোহাম্মদ হুমায়ন মোরশেদকে বিসিবি’র দুর্নীতি দমন পরিষদের প্রধান করা হয়েছে। তিনি একজন অবসর প্রাপ্ত মেজর।

মঙ্গলবার বিসিবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আইসিসির নিয়ম অনুযায়ী মোরশেদকে এই পদে নিয়োগ দেয়া হয়।

সম্প্রতি আইসিসি’র কাঠামো অনুযায়ী বিসিবি বোর্ডের দুর্নীতি দমন পরিষদ ও নিরাপত্তা পরিষদকে ভাগ করে। এই দুটি পরিষদ আগে একটি গ্রুপের অধিনস্ত ছিল।

আগামী ১০ অক্টোবর ঢাকা প্রিমিয়ার লিগের মধ্যদিয়ে নিজের কাজ শুরু করবেন মোরশেদ। এই পরিষদটি শুধুমাত্র দেশের ঘরোয়া লিগে নজরদারি করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, ২ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।