ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাকসুদ হতে পারেন টি-২০ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
মাকসুদ হতে পারেন টি-২০ অধিনায়ক সোয়েব মাকসুদ

ঢাকা: একের পর এক অধিনায়ক পরিবর্তনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ আলোচিত। এবারো তাদের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন উঠে এসেছে।



পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টি-২০ অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন অল-রাউন্ডার শহিদ আফ্রিদি। কিন্তু বোর্ডের একটি সূত্র জানিয়েছে আফ্রিদি নন, সোয়েব মাকসুদ অধিনায়ক হওয়ার জন্য এগিয়ে রয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ‘সোয়েব মাকসুদকে টি-টোয়েন্টির জন্য অধিনায়ক করার পক্ষে বোর্ডের কয়েক জন নির্বাচক মত দিয়েছেন। তারা একজন তরুন অধিনায়কের হাতে এই দায়িত্ব তুলে দিতে চান। ’

সূত্রটি আরো জানায়, ’২৭ বছর বয়সী মাকসুদকে ২০১৬ সালের বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য নির্বাচন করা হতে পারে। ’

মাকসুদকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হকের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।

মাকসুদ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে মাত্র ১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। গত বছর টি-টোয়েন্টিতে অভিষেকের পর তিনি ১৩টি ম্যাচে অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।