ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাজে ফিটনেসে জরিমানা হলো আফ্রিদিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
বাজে ফিটনেসে জরিমানা হলো আফ্রিদিদের ছবি: সংগৃহীত

ঢাকা: বাজে ফিটনেসের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরিমানা করলো শহীদ আফ্রিদি, উমর আকমল, আব্দুর রেহমান ও রাজা হাসানের মত খেলোয়াড়দের। জরিমানা হিসেবে আগামী চার মাস তাদের মাসিক বেতনের ২৫ শতাংশ করে কেটে নেয়া হবে।



গত আগষ্ট মাস থেকে তাদের এই জরিমানার মাস শুরু হবে। আর এই চার মাসের মধ্যে তাদের ফিটনেসকে আবারো ঠিক প্রমাণ করতে হবে।

পিসিবি তাদের কন্ট্রাক্ট খেলোয়াদের ফিটনেসের উপর গুরত্ব বাড়ানোর জন্য এই পদক্ষেপ হাতে নিয়েছে। এ মাসের শুরুতেই বোর্ড জানিয়েছিল, যে সব খেলোযাড়দের ফিটনেস দুর্বল প্রমাণিত হবে তাদের জরিমানা করা হবে। আর গত ৬ থেকে ৮ সেপ্টেম্বর খেলোয়াড়দের এই টেস্ট নেওয়া হয়।

এদিকে পাঁচজন খেলোয়াড় তাদের ফিটনেস ভালো প্রমাণ করায় বোর্ড তাদের বোনাস দেয়ার কথা জানিয়েছেন। এদের মধ্যে শান মাসুদ ও উমর আমিন বেতনের ১৭.৫ শতাশং হারে বোনাস পাবেন।

আর মিসবাহ উল হক, আহমেদ শেহজাদ ও বিলওয়াল ভাট্টি পাবেন ১০ শতাংশ করে। তারা এই বোনাসটি এই চার মাসের মধ্যেই পাবেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।