ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সহজ জয় পেল হ্যারিকেনস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
সহজ জয় পেল হ্যারিকেনস ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ১৬তম ম্যাচে বারবাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে ১০ বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে সহজ জয় পেল হোবার্ট হ্যারিকেনস। ১১৪ রানের লক্ষ্যে নামা অস্ট্রেলিয়ান দলটি ১৯তম ওভারের দ্বিতীয় বলে শোয়েব মালিকের চারের সাহায্যে জয় পায়।

হ্যারিকেনস করে ১১৭ রান।

১১৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় এক রানে বেন ডাঙ্ক আউট হলেও অন্য ব্যাটসম্যানদের সহায়তায় ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় পায় হ্যারিকেনস। সর্বোচ্চ ৩৫ বলে তিন চারে ৩৯ রান করে অপরাজিত থাকেন শোয়েব মালিক। এছাড়া এক চার ও এক ছয়ে ১৭ বলে ২৩ রানে অপরাজিত থাকেন জনাথন ওয়েলস। বারবাডোজের আকেল হোসেন নিয়েছেন দুটি উইকেট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ‍আগের ম্যাচে সুপার ওভারে হারা বারবাডোজ। খেলার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়ান দলটি।

১৯.৪ ওভারে ১১৩ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে দলটি। সর্বোচ্চ ৪২ রান আসে ‍আগের ম্যাচে শতক হাঁকানো জনাথন কার্টারের ব্যাট থেকে। তিনি জাভিয়ার ডোহার্টির বলে আউট হওয়ার আগে ৪৩ বলে তিন চার ও দুই ছয়ে ইনিংসটি সাজান।

এছাড়া ১৮ রান করেন ওপেনার দিলসান মুনাওয়েরা। হ্যারিকেনসের ডোহার্টি চার ওভারে ২৭ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। পরে ম্যাচ সেরাও হন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।