ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে নিষিদ্ধ নারাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
বোলিংয়ে নিষিদ্ধ নারাইন সুনিল নারাইন

ঢাকা: ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার আগে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির ফাইনালে বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন তাদের সেরা স্পিনার সুনিল নারাইন।




টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হওয়ায় তার ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।

সেমিফাইনালে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে তার বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ করেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা। দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে কোয়ার্টার ফাইনালে তার বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করা হয়েছিল। সে সময় তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল দ্বিতীয়বার একই অভিযোগ উঠলে তাকে ভারতীয় ক্রিকেটের যে কোনো টুর্নামেন্ট থেকে বোলিংয়ে নিষিদ্ধ করা হবে।

তাই বোলিং অ্যাকশন ঠিক না করা পর্যন্ত বিসিসিআই আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে বল করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ৩ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।