ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে ভারতের বড় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৪
প্রথম ওয়ানডেতে ভারতের বড় হার ছবি : সংগৃহীত

ঢাকা: সফরকারী ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত। ব্যাটিং ও বোলিংয়ে নৈপুন্য দেখিয়ে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এ জয় তুলে নিয়েছে ক্যারিবিয়রা।



কোচিতে দিবা-রাত্রির ম্যাচে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট পতনের পর ১২০ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিন ব্যাটসম্যান। এরপর চার নম্বরে ব্যাট করতে নামা স্যামুয়েলসের সঙ্গে ১৬৫ রানে জুটি গড়েন পাঁচ নম্বরে ব্যাট করতে নামা দিনেশ রামদিন। ব্যক্তিগত ৬১ রানে রামদিন সাজঘরে ফিরলেও ১২৬ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস।

১১ চার ও ৪ ছক্কার স্যামুয়েলসের ইনিংসের ওপর ভর করে ৫০ ওভার শেষে ৬ উইকেটে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৩২১ রান।

ভারতের পক্ষে ৯ ওভারে ৬৬ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মোহাম্মদ সামি। আর একটি করে উইকেট নেন জাদেজা ও ‍মিশ্র।

৩২২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে স্বাগতিকরা। দলীয় ৪৯ রানে প্রথম সাজঘরে ফেরেন রাহানে (২৪)। এরপর দলীয় ৫৫ রানে সাজঘরে ফেরেন কোহলি। দলীয় ৮২ ফেরেন অধিনায়ক ধোনি। এরপর একে একে ধাওয়ান, প্রবীন কুমার, মিশ্র, শর্মা ও মোহাম্মদ সামিও সাজঘরে ফেরেন। ফলে ৪১ ওভারে ১৯৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন শেখর ধাওয়ান। এছাড়া অজয় জাদেজা করেন ৩৩ রান।

ওয়েস্টইন্ডিজের পক্ষে দু’টি করে উইকেট নেন রামপল, ব্রাভো ও স্যামুয়েলস। ম্যার সেরা হয়েছেন স্যামুয়েলস।

এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।