ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হুদহুদের কারণে ভারত-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
হুদহুদের কারণে ভারত-উইন্ডিজ ম্যাচ পরিত্যক্ত ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীকাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচটি ভিসাখাপাটনামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশটির পূর্ব সমুদ্র উপকূলে ঘূণিঝড় হুদহুদ আঘাত হানায় ইতিমধ্যে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

আর এই খেল‍াটির জন্য অন্যকোনদিন ধার্য করা হয়নি। যার কারণে পাঁচ ম্যাচের সিরিজটি এখন হবে চার ম্যাচের।

এর আগে ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে তিন দিনের আগাম সতর্কতা জারি কর‍া হয়েছিল ভিসাখাপাটনামে। তবে বিসিসিআই ইতিমধ্যে ম্যাচটি পরিত্যাক্ত করেছে।

সিরিজের প্রথম ম্যাচটি ক্যারিবিয়ানরা জিতলেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছে ভারত। আগামী ১৭ অক্টোবর ধর্মশালায় সিরিজের চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।