ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলি বিরাট কোহলি

ঢাকা: ধর্মশালায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ১১৪ বলে ১২৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি। এই শতকের মধ্য দিয়ে ডানহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যান এক দিক দিয়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন।



কোহলি তার ক্যারিয়ারে ২০তম শতক হাঁকালেন। যা ওয়ানডে ক্রিকেটের ফরম্যাটে দ্রুততম ২০টি শতকের রেকর্ড।

দীর্ঘদিন পর রান খরা কাটিয়ে উঠা কোহলি ১৪১টি ম্যাচের ১৩৩টি ইনিংস খেলে এই রেকর্ড গড়েছেন। তার ঠিক পরেই রয়েছেন ভারতের ব্যাটিং লিজেন্ড টেন্ডুলকার। ১৯৭টি ইনিংস খেলে বিশতম সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।

শুধু তাই নয়, কোহলি তার ২০তম শতক হাঁকিয়ে ভারতীয়দের মধ্যে ওয়ানডের সর্বাধিক সেঞ্চুরির  মালিকদের তালিকায় তিন নম্বরে চলে এলেন। তার উপরে রয়েছেন টেন্ডুলকার (৪৯টি) এবং সৌরভ গাঙ্গুলি (২২টি)।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।