ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম টেস্টে বাদ আনামুল, নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
প্রথম টেস্টে বাদ আনামুল, নাসির নাসির হোসেন ও আনামুল হক

ঢাকা: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না আনামুল হক ও নাসির হোসেন। তবে, ভারতের ইডেন গার্ডেন মাঠের ১৫০ বছর পুর্তি উপলক্ষে আচার্য মেমোরিয়াল ট্রফি খেলতে আগামী ২৫ অক্টোবর বিসিবি একাদশের হয়ে খেলতে যাবেন এই দুই খেলোয়াড়।



এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের সর্বশেষ টেস্টে দলে ছিলেন এই দুই ব্যাটসম্যান।

২০১১ সালে টেস্টে অভিষেক ঘটে নাসিরের। তারপর এই প্রথম দল থেকে বাদ পড়লেন সেরা ছন্দে না থাকা ডানহাতি এ ব্যাটসম্যান। নাসিরের শেষ ৫টি টেস্ট ইনিংসের রান ১ ও ২, ২ ও ১৯, ৪২, ৪ ও ২৯ এবং ১৯।

এদিকে, আনামুল হক চার টেস্টের আট ইনিংসে রান করেছেন ৭৩। যার মধ্যে সর্বোচ্চ রান ২২। টেস্টে ৯.১২ ব্যাটিং গড় নিয়ে তাই আসন্ন টেস্টের প্রথম ম্যাচে নেই আনামুল।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।