ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের ষষ্ঠ অর্ধশতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
মুমিনুলের ষষ্ঠ অর্ধশতক ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক তুলে নিয়েছেন। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম টেস্টের দ্বিতীয় দিন অর্ধশতক করেন।



১০১ বলে ৫টি চারের সাহায্যে তিনি অর্ধশতক করেন।

বাঁহাতি স্টাইলিশ এ ব্যাটসম্যানের টেস্টে অভিষেক ঘটে ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। অভিষেক হওয়া সে ম্যাচের প্রথম ইনিংসে তিনি ৫৫ রান করেন। ড্র হওয়া মুমিনুলের অভিষেক ম্যাচটিতে প্রথম ইনিংসে মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১৯০ রান, মুশফিকুর রহিম ২০০ রান এবং নাসির হোসেন করেছিলেন ১০০ রান।

টেস্টে তিনটি শতক রয়েছে ২৪ বছরে পা রাখা কক্সবাজারের এ ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়: ১১২০ ঘন্টা, ২৬ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।