ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নবম অর্ধশতক হাঁকালেন মাহামুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
নবম অর্ধশতক হাঁকালেন মাহামুদুল্লাহ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট প্রথম টেস্টের দ্বিতীয় দিন মুমিনুল হকের পর অর্ধশতক হাঁকালেন মাহামুদুল্লাহ। এটি তার টেস্ট ক্যারিয়ারে নবম অর্ধশতক।



এর আগে মাহামুদুল্লাহর আটটি অর্ধশতকের সঙ্গে একটি শতকও ছিল। ২০টি টেস্টের ৩৮টি ইনিংস খেলে তিনি নবম অর্ধশতকে পৌঁছলেন।

ডানহাতি মনমনসিংহের এ ব্যাটসম্যান ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে মাঠে নামেন। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৯ রান আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৮ রান।

২০১০ সালের ফেব্রয়ারিতে ২৯ বছর বয়সী মাহামুদুল্লাহ নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ ১১৫ রান করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৪

** মুমিনুলের ষষ্ঠ অর্ধশতক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।