ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শতকের পর সাকিবের ১৩তম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
শতকের পর সাকিবের ১৩তম ছবি:শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা থেকে: বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম পাঁচ উইকেট (ইনিংস) তুলে নিলেন। মাগুরার এ বাঁহাতি স্পিন বোলার চলমান জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ওয়ালারকে ফিরিয়ে এ মাইলফলক ছুঁলেন।



প্রথম ইনিংসে ১৩৭ রানের অনবদ্য শতক করার পর তিনি চতুর্থ দিন এ সাফল্য পেলেন।

এর আগে সাকিব ঢাকা টেস্টেও ৫ উইকেটের কোটা পেরিয়েছিলেন। সে টেস্টে ২৪.৫ ওভার বল করে মাত্র ৫৯ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। পরের ইনিংসেও পান একটি উইকেট।

দেশের সেরা অলরাউন্ডার সাকিবের টেস্ট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার চট্রগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট। মাত্র ৩৬ রান খরচায় তিনি এ সাফল্য পেয়েছিলেন।

সাকিব টেস্টের এক ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন তিনবার। আর ৫টি করে উইকেট পান আরো আটবার।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।