ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শচীনের আত্মজীবনীর বই পেতে ভারতে তোলপাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
শচীনের আত্মজীবনীর বই পেতে ভারতে তোলপাড় শচীন টেন্ডুলকার

ঢাকা: ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার তার লেখা আত্মজীবনীর প্রথম কপিটি মায়ের হাতে তুলে দিয়েছেন আগেই। তার আত্মজীবনীর বইটি বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে।



এর আগে বুধবার বিকালে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেয়িং ইন মাই ওয়ে’র প্রকাশনা অনুষ্ঠান।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর শচীনের প্লেয়িং ইট মাই ওয়ে নামের এই বইটি ভারতে তোলপাড় ফেলে দিয়েছে। অনলাইনে ও বইয়ের দোকানে অগ্রিম অর্ডার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

প্রকাশনা অনুষ্ঠানে আত্মজীবনীর আত্মপ্রকাশকে জীবনের দ্বিতীয় ইনিংস বলেছেন টেন্ডুলকার। প্রথম কপি মায়ের হাতে তুলে দিয়েছেন আগেই। আর দ্বিতীয় কপিটি তিনি তুলে দেন তার ক্রিকেট গুরু রমাকান্ত আচেরকরের হাতে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৬ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।