ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

শাহাজাদায় বধ ওল্ড ডিওএইচএস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
শাহাজাদায় বধ ওল্ড ডিওএইচএস

ঢাকা: প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে নাজমুস সাদাতের ব্রাদার্স ইউনিয়ন হারিয়েছে ৯৩ রানে।

শাহাজাদা হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে লো-স্কোরিং ম্যাচে জয় পায় ব্রাদার্স।

টস জিতে ডিওএইচএস’র অধিনায়ক কাফি খান আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে যুক্তিযুক্ত করতে ডিওএইচএস’র বোলাররা ব্রাদার্সকে ১৯৫ রানেই গুটিয়ে দেয়। দুই বল বাকি থাকতেই অলআউট হয় ব্রাদার্স।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে আহমেদ সাদিকুরের ব্যাট থেকে। তিনি ৪২ রান করে বিদায় নেন। এছাড়া ৩৬ রান করে সাজঘরে ফেরেন রোমান আহমেদ।

ডিওএইচএস’র হয়ে ৪ উইকেট নেন রায়হান আরাফাত। এছাড়া আবু জায়েদ তিনটি এবং সালেহ আহমেদ শাওন নেন দুটি উইকেট।

১৯৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০২ রানেই অলআউট হয়ে যায় ডিওএইচএস। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন রায়হান আরাফাত। অধিনায়ক কাফি খান করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান।

৩৬.৩ ওভারেই গুটিয়ে যায় ডিওএইচএস’র ইনিংস। ব্রাদার্সের হয়ে তিন উইকেট তুলে নেন শাহাজাদা হোসেন। এছাড়া দুটি করে উইকেট পান নাজমুস সাদাত, আসিফ হাসান এবং জোসেপ লিয়াম।

ম্যাচ সেরার পুরস্কার উঠে শাহাজাদা হোসেনের হাতে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।