ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাঙ্গালুরুতে নেই যুবরাজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
ব্যাঙ্গালুরুতে নেই যুবরাজ! যুবরাজ সিং

ঢাকা: সময়টা তার বেশ খারাপ যাচ্ছে বলা যায়। বিশ্বকাপের স্কোয়াডে নেই, নেই নিজ দেশের প্রিমিয়ার লিগের পুরোনো দলেও।

ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের সময়টা এভাবেই পাড় হচ্ছে।

গত বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন যুবরাজ। ক্যান্সার থেকে ফেরা এ তারকা ক্রিকেটার গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল’য়ে খেলে ছিলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে।

এবারের ভারতীয় বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি যুবরাজের। এছাড়া ব্যাঙ্গালুরুও এবারের আসরে তাকে ছেড়ে দিচ্ছে। তাই নতুন কোনো দল যদি তাকে চুক্তিবদ্ধ করাতে রাজি হয়, তবেই আগামী আইপিএলে যুবরাজকে খেলতে দেখা যেতে পারে।

কারণ আগামী আসরকে সামনে রেখে নতুনভাবে ঘর গোছানোর প্রক্রিয়ায় গত আসরে ১৪ কোটি রুপিতে নাম লেখানো যুবরাজকে ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালুরু।

গত আসরে দলের হয়ে করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৬ রান। যার মধ্যে তিনটি অর্ধশতক ছিল। আর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ১৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।