ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ক্রিকেট

১০৮ ইনিংস পরে শুন্যের স্বাদ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
১০৮ ইনিংস পরে শুন্যের স্বাদ! ফাফ ডু প্লেসিস

ঢাকা: ২০১১ সালে  জানুয়ারিতে কেপটাউনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের অন্যতম ভরসা ফাফ ডু প্লেসিসের। এর ১৮ মাস পর ২০১২ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে স্বাদ পান টি-টোয়েন্টি অভিষেকের।

একই বছর নভেম্বরে টেস্ট অভিষেক হয় এই প্রোটিয়া ব্যাটসম্যানের।

এই প্রোটিয়া ব্যাটসম্যান টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন পৌনে চার বছর। তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ১০৮ ইনিংস। টেস্ট এবং ওয়ানডে মিলে রয়েছে ছয়টি সেঞ্চুরি।

কিন্তু এতদিন তার পরিচয় ছিলনা শুন্য রানে আউট হওয়ার অনুভূতির সঙ্গে। অবশেষে শুন্য রানে আউট হলেন ফাফ ডু প্লেসিস।

সেঞ্চুরিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে কেমার রোচের বলে কট বিহাইন্ড হয়ে শুন্য হাতেই ফিরতে হয় এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে।

আরেক প্রোটিয়া ব্যাটসম্যান এ বি ডি ভিলিয়ার্স ক্যারিয়ারের ৮৪ ইনিংস পর দেখা পেয়েছিলেন শুন্যের। অন্যদিকে ইংলিশ উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান গেরাইন্ট জোনস ক্যারিয়ারের ৭২ নাম্বার ইনিংসে শুন্য রানে আউট হন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।