ঢাকা: এবি ডি ভিলিয়ার্স এবং হাশিম আমলার জোড়া সেঞ্চুরির কল্যাণে সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ তিন উইকেটে ৩৪০ রান।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান। টেস্টের প্রথম সেশনেই ক্যারিবীয় বোলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়া টপ অর্ডার। ৫৭ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।
কিন্তু চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক হাশিম আমলা এবং এবি ডি ভিলিয়ার্স। তিন উইকেটে ১০২ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় সেশন থেকেই স্বাগতিকদের এই দুই ব্যাটসম্যানের কাছে পাত্তাই পায়নি সফরকারী বোলাররা। প্রথম দিনেই প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করেছেন হাশিম আমলা এবং এবি ডি ভিলিয়ার্স। সারাদিন ৭৫.১ ওভার ব্যাট করে চতুর্থ উইকেটে করেছেন ২৮৩ রানের পার্টনারশিপ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ৫২ রানে নেন দুই উইকেট।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭ ২০১৪